"""
মনে কর তুমি একজন কমলা বিক্রেতা এবং তুমি গত দুই সপ্তাহ ধরে কমলা বিক্রি করছো। এখন তুমি এই দুই
সপ্তাহের বেচাকেনার হিসেব করতে চাও।
নিচের দুইটা লিস্টে গত দুই সপ্তাহে প্রতিদিন তুমি কয়টা কমলা বিক্রি করেছো তার হিসেব আছেঃ
sales_w1 = [17,31,43,23,39,34,19]
sales_w2 = [22,24,16,20,25,28]
খেয়াল করে দেখো sales_w2 লিস্টে ৬ টি ডাটা আছে, আজকের ডাটা টি নেই। এখন তুমি একটা প্রোগ্রাম লেখো
যেখানেঃ
1. আজকে কয়টি কমলা বিক্রি হয়েছে সেই সংখ্যাটি ইনপুট (input) নিবে এবং sales_w2 লিস্টে যোগ করবে
2. উপরের দুইটা লিস্ট যোগ করে আরেকটা নতুন লিস্টে রাখবে
এবারে নিচের হিসেবগুলো প্রিন্ট করতে হবেঃ
1. worstDaySales: যেদিন সবচেয়ে কম কমলা বিক্রি হয়েছে সেদিন মোট কত টাকা বিক্রি হয়েছে? (একটি
কমলার দাম ২১.৫ টাকা)
2. bestDaySales : যেদিন সবচেয়ে বেশী কমলা বিক্রি হয়েছে সেদিন মোট কত টাকা বিক্রি হয়েছে?
3. totalSales: গত দুই সপ্তাহে মোট কত টাকার বিক্রি হয়েছে?
"""
sales_w1 = [7,3,42,19,15,35,9]
sales_w2 = [12,4,26,10,7,28]